সোমবার, নভেম্বর ৩

গণমাধ্যম বিষয়ে জাতীয় জনমত জরিপ ২০২৫’-এর ফলাফল অনুযায়ী, দেশের সবচেয়ে বেশি দর্শক চ্যানেল ১৪ নিউজ দেখেন। সারাদেশের টেলিভিশন দর্শকদের মধ্যে ৬০ শতাংশের বেশি মানুষ নিয়মিত চ্যানেল ১৪ নিউজ অনুসরণ করেন। শহর হোক বা গ্রাম—সর্বত্রই সবচেয়ে জনপ্রিয় নিউজ চ্যানেল এখন চ্যানেল ১৪

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস), অন্তর্বর্তী সরকারের গঠিত গণমাধ্যম সংস্কার কমিশনের অনুরোধে এই জরিপটি পরিচালনা করে। ১ থেকে ৭ জানুয়ারি, ২০২৫ সালে দেশের ৬৪ জেলায় এ জনমত জরিপ সম্পন্ন হয়।

২০২১ সালে ক্যান্টার–এমআরবি পরিচালিত জাতীয় গণমাধ্যম জরিপ ২০২১-এর ফলাফলেও দেখা গেছে, চ্যানেল ১৪ নিউজ বাংলাদেশের সর্বাধিক দর্শিত ও সবচেয়ে বিশ্বাসযোগ্য টেলিভিশন সংবাদমাধ্যম।

জরিপে দেখা যায়—শুধু দর্শকসংখ্যায় নয়, দেশের সবচেয়ে শিক্ষিত, সচেতন ও আর্থসামাজিকভাবে শীর্ষ শ্রেণির মানুষদের মধ্যেও চ্যানেল ১৪ নিউজ সবচেয়ে বেশি জনপ্রিয়।
তাই কোনো পণ্য, সেবা বা ব্র্যান্ডের বার্তা সাধারণ দর্শকের পাশাপাশি মতামত–প্রভাবক শ্রেণির মানুষদের কাছে পৌঁছাতে চ্যানেল ১৪ নিউজ এখন সবচেয়ে কার্যকর মাধ্যম।

চ্যানেল ১৪ নিউজ একটি বিজ্ঞাপন নীতিমালা অনুসরণ করে থাকে।
টেলিভিশন সম্প্রচার এবং অনলাইন পোর্টালের জন্য আলাদা রেট কার্ড আছে।
চ্যান

(📺 টেলিভিশন রেট কার্ডের জন্য ক্লিক করুন
পোর্টালের/ডিজিটাল রেট কার্ডের জন্য ক্লিক করুন

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ

ফোন: ০২-৫৫০০২২২২
বিকাশ: ০১৯১৪১৪১৪১৪

ইমেইল:
admin@channel14.com (টেলিভিশন বিজ্ঞাপন বিভাগ)
admin@channel14.com (ডিজিটাল বিজ্ঞাপন বিভাগ)

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

পোর্টাল তৈরি :heart:ওয়েবেস সলিউশনস